সাধারণ বীমা করপোরেশনের একটি পদে কেউ পাস করেননি

প্রতীকী ছবি: প্রথম আলো

সাধারণ বীমা করপোরেশনের তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, অ্যাসিস্ট্যান্ট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার ও কন্ট্রোল অপারেটর। এর মধ্যে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

গতকাল শনিবার বেলা তিনটায় এই তিন পদের লিখিত পরীক্ষা অুনষ্ঠিত হয়। পরীক্ষা শেষে দ্রুত গতকালই ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায় চতুর্থ গ্রেডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে কোনো প্রার্থী পাস করতে পারেননি।

এ বিষয়ে সাধারণ বীমা করপোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার (মানবসম্পদ বিভাগ) মো. আনোয়ারুল ইসলাম আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, আইটি–সংক্রান্ত পদে প্রার্থীরা কম আবেদন করেন। কারণ, তাঁরা অন্য খাতে আইটি–সংক্রান্ত কাজ করে ভালো আয় করেন। সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদটি চতুর্থ গ্রেডের হওয়ায় এখানে তুলনামূলক সিনিয়র লোক চাওয়া হয়েছিল। এ পদে আবেদন পড়ে খুব সামান্য। সেখান থেকে গতকাল যাঁরা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাঁদের মধ্যে কেউ পাস করতে পারেননি।

ব্যাংকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আইটি–সংক্রান্ত পদে চাকরির পরীক্ষায় অংশ নেওয়া আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইটির যেগুলো প্রবেশ পদ সেগুলোতে ফ্রেশ গ্র্যাজুয়েটরা পড়াশোনা করে পরীক্ষা দেন। কিন্তু সিনিয়র পদগুলোতে যাঁরা আবেদন করেন, তাঁদের তেমন পড়াশোনা থাকে না। তাই পাসের হারও কম। আইটি–সংক্রান্ত পদগুলোতে অন্যান্য পদের পরীক্ষার তুলনায় প্রশ্ন একটু কঠিন হয়। যাঁরা একটু আইটিতে ভালো, তাঁরা অন্যান্য কাজ করে ভালো আয় করে থাকেন। তাই তাঁরা সরকারি এসব পদে কম আগ্রহ দেখান। কারণ, দেখা যায় সরকারি বেতন স্কেলের চেয়ে তাঁদের আয় বেশি থাকে।

আরও পড়ুন

সাধারণ বিমা করপোরেশনের নবম গ্রেডের অ্যাসিস্ট্যান্ট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার পদে উত্তীর্ণ হয়েছেন ৯ জন। এ ছাড়া ১৬তম গ্রেডের কন্ট্রোল অপারেটর পদে উত্তীর্ণ হয়েছেন ৪২ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা/অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে সাধারণ বীমা করপোরেশনের ওয়েবসাইটে জানানো হবে।

আরও পড়ুন