পঞ্চম গণবিজ্ঞপ্তি: সহকারী মৌলভি ও তথ্যপ্রযুক্তি শিক্ষক পদের ফল প্রকাশ
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে সহকারী মৌলভি ও তথ্যপ্রযুক্তি শিক্ষক পদের ফল প্রকাশ হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ মার্চ প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলভি এবং সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগের সহকারী মৌলভি ও সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদ সংরক্ষণ সংক্রান্ত রিট পিটিশনের আদেশ স্থগিত করায় সহকারী মৌলভি পদে ৯৪২ জন এবং সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে ৪১৫ জন প্রার্থীর স্থগিতকৃত প্রাথমিক নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ নামক সেবাবক্সে এবং লিংকে পাওয়া যাবে।
নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠানের প্রধানেরা তাঁদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তাঁর প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন। কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানের প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৪ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার সনদ, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী ৭ জুলাই থেকে ২৫ জুলাইর মধ্যে অফিস চলাকালীন এনটিআরসিএ কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাঁকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
প্রাথমিকভাবে নির্বাচিত সব প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে। এ–সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।