সিনিয়র স্টাফ নার্স পদের বাছাই পরীক্ষা ২ সেপ্টেম্বর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের বাছাই (এমসিকিউ) পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম গ্রেডের সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনকারী প্রার্থীদের বাছাই (এমসিকিউ) পরীক্ষা আগামী ০২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র, আসনব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।