সপ্তাহে তিন দিন ছুটি যেভাবে কাটাচ্ছেন কর্মীরা

কিছু প্রতিষ্ঠান বিশেষ করে গ্রাহককেন্দ্রিক ব্যবসার ক্ষেত্রে চার দিনের কর্মসপ্তাহ চালু করার অর্থ হলো অতিরিক্ত কর্মী নিয়োগের জন্য খরচ বৃদ্ধি করা। এ কারণে নতুন প্রকল্প চালু করার ব্যাপারে অনেকের অনাগ্রহ আছে।
ফাইল ছবি: এএফপি

সপ্তাহে পাঁচ দিন অফিস সময়ের পরিবর্তে বিশ্বের অনেক প্রতিষ্ঠান অফিস সময় চার দিনে নামিয়ে এনেছে। এ কারণে অসংখ্য কর্মী এখন দুই দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন ছুটির সুবিধা ভোগ করছেন। তাঁদের এখন সপ্তাহে চার দিন কাজ আর তিন দিন ছুটি। নতুন এ অবসর দিনে নানা কাজ করে সময় কাটাচ্ছেন কর্মীরা। কেউ কেউ বাড়তি আয়ের জন্য কাজ করছেন, কেউ পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটাচ্ছেন। আবার কেউবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

সপ্তাহে তিন দিন ছুটি কাটানো তিন কর্মী বিবিসি ওয়ার্কলাইফের সঙ্গে কথা বলেছেন। কীভাবে তাঁরা এই অতিরিক্ত একদিন ব্যবহার করছেন, তা জানিয়েছেন। তাঁরা বলেছেন, কোনো চাপ ছাড়াই তাঁরা একদিন বাড়তি আয়ের জন্য কাজ করতে পারছেন।

ইউয়ান জেনিংস এডিনবার্গভিত্তিক ব্রিউয়ারি ভল্ট সিটিতে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। এই প্রতিষ্ঠানে সপ্তাহে চার দিন অফিস থাকায় তিনি চাকরি পেতে আগ্রহী ছিলেন। ২০২২ সালে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে সপ্তাহে চার দিন অফিস শুরু করে। ডিসেম্বরে তা স্থায়ীভাবে চালু করে দেয়। আর ডিসেম্বরেই ইউয়ান জেনিংস চাকরিতে যোগ দেন। তিনি বলেন, ‘সপ্তাহে চার দিন কাজ আমার কাছে আশ্চর্যজনক ছিল। আর মূলত এটিই এই প্রতিষ্ঠানে চাকরি পেতে চাওয়ার চাপ বাড়িয়েছে।’

২৫ বছর বয়সী ইউয়ান এখন শুক্রবার বাড়তি ছুটি পাচ্ছেন। ছুটির দিনটি তিনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার হিসেবে কাজ করে আয় করছেন। গত মার্চে তিনি নেদারল্যান্ডসে অন্য একটি মদ তৈরি প্রতিষ্ঠানের শুটিংয়ের কাজ করেছেন। কখনো কখনো আবেগ থেকেই তিনি এসব কাজ করতেন। আগে তিনি ভিজ্যুয়াল আর্টের কাজ করার জন্য বার্ষিক ছুটি নিতেন বা দুই দিনের সাপ্তাহিক ছুটিতে খুব চাপে থাকতেন।

ইউয়ান জেনিংস ছুটির দিনে ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার হিসেবে কাজ করে আয় করছেন।
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইউয়ান বলেন, ‘এখন আমি বিরতি পাই। এ সময় চাকরির পাশাপাশি বাড়তি কাজও করতে পারি।’

এ ছাড়া ইউয়ান খেলাধুলাসহ জিমে যাওয়ার জন্য সাপ্তাহিক ছুটির দিনগুলো ব্যবহার করেন। তাঁর সঙ্গিনীর পরিবার নেদারল্যান্ডসে থাকে। মাঝেমধ্যে এই দম্পতি তিন দিনের ছুটি কাটাতে শুক্রবার সন্ধ্যার ফ্লাইটে বেরিয়ে পড়েন কোথাও।

ইউয়ান বলেন, ‘আরেকটু ভালো থাকতে এবার আপনি পর্যাপ্ত ঘুমাতে পারেন। তাড়াহুড়া না করে একদিন কোনো কিছুর পরিকল্পনা করতে পারেন। সামনে আপনার হাতে আরও দুই দিন অবসর সময় আছে। এই দুই দিনও কোনো কাজ নেই। বাগান করা, ভ্রমণ ও শেখার জন্য এই সময় ব্যয় করতে পারেন।’

হোটেল সেক্টরে কাজ করার সময় ব্যক্তিগত যেকোনো কাজ নয়টা-পাঁচটা সময়ের বাইরে গিয়ে করতে হতো এমিলি ফকনারকে। এ কারণে যখন তিনি জানতে পারেন, তাঁর নতুন অফিস অক্সফোর্ডশায়ার নিয়োগকর্তা লেমনগ্রাস মার্কেটিং ২০২২ সালে সপ্তাহে চার দিন অফিস সময় চালু করবে, তখন তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সপ্তাহে চার দিন অফিস সময় শুরু করেছে।

অতিরিক্ত ছুটির দিনটিতে জার্মান ভাষা শিখছেন অ্যাকাউন্ট ডিরেক্টর এমিলি ফকনার।
ছবি: লেমনগ্রাস মার্কেটিংয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

২৯ বছর বয়সী অ্যাকাউন্ট ডিরেক্টর এই তরুণী বলেছেন, শুক্রবার দিনের ছুটিতে তিনি বেশি কিছু করেন না। নিজেকে উজ্জীবিত রাখতে অতিরিক্ত সময় নেন। এরপর কারও সঙ্গে সাক্ষাৎ, শখের কাজ ও ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন।

এমিলি ফকনার বলেন, ‘সময়গুলো উৎপাদনশীল কাজে ব্যবহার করি। আমি বাগান ভালোবাসি, তাই নিজের বাগানে অনেক সময় ব্যয় করি। আগে জার্মান ভাষা শিখতে চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণে তা পারিনি। এখন সেটা শিখছি। স্বেচ্ছাসেবক হতে ফরম পূরণ করেছি।’

এমিলির সঙ্গী সুইজারল্যান্ডে থাকেন। আগে তাঁর সঙ্গে দেখা করতে তিনি ফ্লাইটে যাতায়াত করতেন। এখন তাঁর সঙ্গে দেখা করতে ফ্লাইটের পরিবর্তে শুক্রবারের ট্রেনে চেপে বসেন। এভাবেই অতিরিক্ত ছুটির দিনটি কাটান তিনি।

সুইজারল্যান্ডে সঙ্গীর সঙ্গে দেখা করতে এখন ফ্লাইটের পরিবর্তে শুক্রবারের ট্রেনে চেপে বসেন এমিলি।
ছবি: লেমনগ্রাস মার্কেটিংয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

এমিলি বলেন, ‘আমি এটাকে একটি বোনাস দিন হিসেবে দেখি। প্রায়ই আপনি যখন সব কাজ দুই দিনের ছুটির মধ্যে করে ফেলতে চাইবেন, তখন কাজগুলো আর সহজ হয় না। এ কারণে অতিরিক্ত একদিন ছুটি থাকা খুবই ভালো বিষয়। রোববার কোনো বিষয়ে ভয় নেই। আপনি যা করতে চেয়েছিলেন তা এখন সহজেই করতে পারবেন।’ এই বোনাস দিন ব্যবহার করে নিজের দক্ষতা বাড়াতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

হলি স্টিল-নিকলসনের শুক্রবার দিনটি শুরু হয় সকাল আটটায় ঘড়ির অ্যালার্ম বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই। বিছানা থেকে উঠেই কুকুরছানা চার্লিকে খাওয়ান। এরপর চার্লিকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হন। স্থানীয় কফি শপে সকালের নাশতার জন্য যাওয়ার আগে কখনো কখনো তিনি কাউন্টি ডাউনের দ্য মর্নেস পর্বতমালায় ঢুঁ মেরে আসেন।

হলি স্টিল-নিকলসনের শুক্রবার দিনটি শুরু হয় সকাল আটটায় ঘড়ির অ্যালার্ম বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

নিকলসন বেলফাস্টভিত্তিক সফটওয়্যার অ্যাজ সার্ভিস (সাস) ফার্ম পলিলুপের কাস্টমার সাকসেস ম্যানেজার ও ডেটা কনসালট্যান্ট। প্রতিষ্ঠানটি গত বছরের জুনে সপ্তাহে চার দিনের অফিস সূচি শুরু করেছে। কর্মদিবসের পর ৩৩ বছর বয়সী নারী নিকলসন বাকি দিনগুলো নিজের ক্যারিয়ার দক্ষতা বাড়ানোর কাজ করেন।

নিকলসন বলেন, ‘শুক্রবার বাড়তি ছুটি থাকায় আমি অতিরিক্ত কোর্স করতে পারছি। যেকোনো কনটেন্ট নিয়ে কাজ করতে পারছি, যা আমাকে সোম থেকে বৃহস্পতিবার সাহায্য করবে। এসব বিষয় হয়তো আগে করার জন্য সময় হতো না।’ বর্তমানে তিনি মাইক্রোসফট অ্যাজুর ও একটি ডেটা অ্যানালিটিকস সার্টিফিকেশন কোর্স করছেন।
নিকলসন আরও বলেন, ছুটির দিনের দুপুরটা বন্ধুদের সঙ্গে দুপুরের খাবার বা কফি খেতে খেতে কাটানো হয়। এরপর কখনো কেনাকাটা বা জিমে যাওয়া হয়। সন্ধ্যায় ফুটবল বা হকি ম্যাচ খেলা হয়। কখনো সঙ্গীর সঙ্গে রাতে ডেটে যাওয়া হয়। তিনি আরও বলেন, ‘আমাদের অফিসের অন্য ব্যক্তিরা তাঁদের সন্তানদের সঙ্গে বা শিল্প-সংস্কৃতি বা অন্য কিছু করে এ অবসর সময় কাটান।’

আরও পড়ুন

‘অফিস সময়ের এই পরিবর্তন ইতিবাচক। সপ্তাহে চার দিন কাজ মনকে প্রশস্ত করে দেয়, যা সোমবার সকালে আপনাকে অনেক বেশি কাজ করার শক্তি দেয়,’ বলেছেন নিকলসন।

সপ্তাহে পাঁচ দিন অফিস সময়ের পরিবর্তে যুক্তরাজ্য অফিস সময় চার দিনে নামিয়ে এনেছে। এখনো এটা পাইলট প্রকল্পের আওতায় আছে। গত ফেব্রুয়ারির জরিপে দেখা গেছে, চার দিন অফিস সময় চালু করার ফল অত্যন্ত ইতিবাচক হচ্ছে।