২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট আজ বৃহস্পতিবার পেশ করবেন অর্থমন্ত্রী। গতবারের বাজেটে ৫ শতাংশ প্রণোদনা পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। এবারের বাজেটেও সরকারি চাকরিজীবীরা সেই ৫ শতাংশ প্রণোদনা পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি জানিয়েছেন।
গত অর্থবছরেও মতো এবারও সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনা পাবেন কি না—তা জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা সম্প্রতি প্রথম আলোকে বলেন, এবারও বাজেটেও ৫ শতাংশ প্রণোদনা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি আছে। এ নিয়ে নেতিবাচক আলোচনা বা এটি অব্যাহত না রাখার আলোচনা নেই বললেই চলে। সবকিছু ঠিক থাকলে ও প্রধানমন্ত্রী অনুমোদন করলে এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের পরে গত বছরের ১৮ জুলাই সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, চাকরিরত কর্মকর্তারা ১ জুলাই ২০২৩ হতে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।