বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের লিখিতর ফল ও মৌখিকের সূচি প্রকাশ
বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (পুরকৌশল)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (পুরকৌশল)’ পদে নিয়োগের জন্য গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরগুলো হলো
১০০৬০৭, ১০১০১৭, ১০১৩৫২, ১০১৪১৩, ১০১৭৮৫, ১০১৮৪০, ১০১৮৬২, ১০২৮১১, ১০২৮২৩, ১০২৮৯৪, ১০৩১৬৬, ১০৪০৮৯, ১০৪৮০০, ১০৪৮৫১, ১০৫০৫২, ১০৬৩৯৬, ১০৬৪৮১, ১০৬৭৬৮, ১০৭০০৭, ১০৭১৮১ ও ১০৭৫৬৫ = ২১ জন
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড হিসেবে গণ্য হবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত এবং প্রার্থীদের অনলাইন আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে প্রমাণ হিসেবে যেসব কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি চেকিং বোর্ডে জমা দিতে হবে সেগুলো হলো কাগজপত্র দাখিলের জন্য পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর নিজ হাতে লিখিত আবেদনপত্র। লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং মার্কশিট/ট্রান্সক্রিপ্ট, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর ইস্যুকৃত সনদ/মার্কশিট/ট্রান্সক্রিপ্ট-এ ফল প্রকাশের তারিখ উল্লেখ না থাকলে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রারের কার্যালয় থেকে ইস্যুকৃত ফল প্রকাশের তারিখসংক্রান্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক সম্প্রতি ইস্যুকৃত জাতীয়তা সনদ/নাগরিকত্ব সনদ, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়ের জাতীয় পরিচয়পত্র, যেসব প্রতিবন্ধী প্রার্থী ৩২ বছর পর্যন্ত আবেদনের বয়সসীমার সুযোগ গ্রহণ করেছেন তাঁদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে প্রতিবন্ধিতার সপক্ষে প্রদত্ত সনদ এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে।
কোনো ক্ষেত্রে কাগজপত্রের ঘাটতি থাকলে বা পরবর্তী সময় কোনো সময় প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর ঘাটতি দেখা গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
অফিসার পদের লিখিতর ফল ও মৌখিকের সূচি দেখা যাবে এখানে।