১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অনুপস্থিত ১ লাখ ৩১ হাজার ৪৩ জন

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে শুক্রবার স্কুল-২ ও স্কুলপর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে গতকাল শনিবার কলেজপর্যায়ের পরীক্ষা নেওয়া হয়। দুই দিনে ১ লাখ ৩১ হাজার ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১২ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল-২ ও স্কুলপর্যায়ের লিখিত পরীক্ষা দেশের আটটি বিভাগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগে অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৫১ হাজার ১৭০ জন। পরীক্ষা দিয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৬১ জন। পরীক্ষা দেননি ৬৪ হাজার ৪০৯ জন। বহিষ্কার হয়েছেন তিনজন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজন। ইতিমধ্যে ঢাকা বিভাগের সব ভেন্যুর ওএমআর ও উত্তরপত্র গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

ওবায়দুর রহমান বলেন, ১৩ জুলাই শনিবার কলেজপর্যায়ের পরীক্ষায় ৮ বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ১ লাখ ৬২ হাজার ১৭৯ জন। অনুপস্থিত ছিলেন ৬৬ হাজার ৬৩৪ জন প্রার্থী। এদিন ঢাকা বিভাগে দুজন ও রংপুর বিভাগে চারজনসহ মোট ছয়জন বহিষ্কার হয়েছেন।

আরও পড়ুন

পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়াসহ বিভিন্ন কারণে হয়তো কিছু পরীক্ষার্থী অংশ নেননি। তবে গতবারের চেয়ে এবার উপস্থিতি বেশি। এবার পরীক্ষার্থী বেশি, তাই অনুপস্থিতির সংখ্যা বেশি মনে হচ্ছে।

আরও পড়ুন

১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুলপর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, কলেজপর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০। তবে প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ প্রার্থী। পাস করেছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন।

আরও পড়ুন