১০ ব্যাংকের অফিসারের ২,৭৭৫ পদের প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রতীকী ছবি: আশরাফুল আলম

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সরকারি ১০ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদের ২ হাজার ৭৭৫টি পদের অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ২ হাজার ৭৭৫টি ‘অফিসার (জেনারেল)’-এর শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এ পদের জব আইডি ১০১৮১।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে উল্লিখিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হলো।

১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, প্রবাসীকল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

আরও পড়ুন

পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।