চাকরি খোঁজার প্রতিষ্ঠানই এবার কর্মী ছাঁটাই করল
মাইক্রোসফটের মালিকানাধীন পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ও নতুন চাকরি খোঁজার মাধ্যম লিংকডইন এবার কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি নিয়োগ বিভাগ থেকে কর্মী ছাঁটাই করেছে।
সংবাদভিত্তিক ওয়েবসাইট দ্য ইনফরমেশনের বরাত দিয়ে বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার লিংকডইন তাদের নিয়োগ বিভাগ থেকে কর্মী ছাঁটাই করেছে। তবে ঠিক কতসংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে, তা ওই প্রতিবেদনে জানানো হয়নি।
গত জানুয়ারিতে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছিল, যা প্রতিষ্ঠানটির মোট শ্রমশক্তির প্রায় ৫ শতাংশ। এই ঘোষণার এক মাসের মধ্যেই মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন কর্মী ছাঁটাই করল।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, ‘আমরা আয়ের সঙ্গে ব্যয় কাঠামো সমন্বয় করব, গ্রাহকের চাহিদাও দেখব। প্রতিষ্ঠানে আমরা একটা পরিবর্তন আনছি। আমরা আমাদের মোট কর্মশক্তির ৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার কর্মী ২০২৩ সালের প্রথম চার মাসের মধ্যে কমিয়ে আনব।’ তবে গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় নিয়োগ অব্যাহত রাখবে বলেও জানিয়েছিলেন সত্য নাদেলা।
সত্য নাদেলা আরও বলেন, ‘যাঁদের ছাঁটাই করা হবে এই সংকটকালে তাঁদের প্রতি আমাদের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি নিশ্চিত করা হবে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য কর্মীরা নানা ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে মার্কেট সেভারেন্স পে, ছয় মাসের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, ছয় মাসের জন্য স্টক পুরস্কার, ক্যারিয়ার ট্রানজিশন সেবা এবং দুই মাসের নোটিশ সময় দেওয়া হবে। অন্য দেশের কর্মীদের সেই দেশের শ্রম আইন অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হবে।
অর্থনৈতিক সংকটের কারণে মাইক্রোসফট, গুগল, ফেসবুকসহ বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একের পর এক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। সবশেষ ৬ ফেব্রুয়ারি মার্কিন কম্পিউটার প্রতিষ্ঠান ডেল তাদের মোট কর্মীর ৫ শতাংশ বা ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
কর্মী ছাঁটাই নিয়ে বিশেষ প্রতিষ্ঠান লেঅফস ডট ফাইয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে সারা বিশ্বে প্রযুক্তি প্রতিষ্ঠানের ৯৫ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন।