ডিএসসিসির তিন পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির কেয়ারটেকার, ভান্ডার রক্ষক ও সহকারী ভান্ডার রক্ষক পদের বিপরীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহযোগিতায় অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হয়। আবেদনকারীদের লিখিত পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে।

রাজধানীর ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, সূত্রাপুর কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ২৫ জুন থেকে পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

আরও পড়ুন

অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।