ইমাম-মুয়াজ্জিনদের জন্য পে-স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য পে-স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে মঙ্গলবার সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন এ কথা জানান।
মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজনে এ আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজ প্যাকেজের টাকা কমানো হয়েছে। আমরা আগামী সপ্তাহে হজ মন্ত্রীর দাওয়াতে সৌদি আরব গিয়ে চুক্তি করব। পাশাপাশি আমরা জাকাত বোর্ড গঠন করেছি। এ বছর ১২ কোটি টাকা এবং আগামী বছর ২৫ কোটি টাকা গরিব মানুষের মধ্যে বণ্টন করব। এ ছাড়া ইমাম–মুয়াজ্জিনদের জন্য পে–স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেন, ‘আগামী নির্বাচনে কোনো কলাগাছকে প্রার্থী করলেই জনগণ ভোট দেবে না। প্রার্থীকে সৎ, যোগ্য, নির্ভীক, দক্ষ ও ধার্মিক হতে হবে। জনগণ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এবার আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।’
জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শহিদুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।