খাদ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদের পরীক্ষা ২৩ এপ্রিল

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের নবম গ্রেডের সহকারী প্রোগ্রামার পদের কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রোগ্রামার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং সাময়িকভাবে যোগ্য ৯৩ জন প্রার্থীর কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড পরীক্ষা ২৩ এপ্রিল শুরু হবে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের জন্য নতুন করে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

প্রবেশপত্র ছাড়া কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার দিন নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে অবশ্যই উপস্থিত হতে হবে। নির্ধারিত তারিখে অনুপস্থিত প্রার্থীদের পরবর্তী সময়ে কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে

আরও পড়ুন