সমন্বিত ১০ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পেলেন ৯২২ জন
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার’ (সাধারণ) পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে নিয়োগের জন্য ৯২২ জন নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯২২ জনের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে নির্বাচিত হয়েছেন ৩৯৩ জন, জনতা ব্যাংকে ৯৪, অগ্রণী ব্যাংকে ১৫০, রূপালী ব্যাংকে ২৫, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৮৫, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১, কর্মসংস্থান ব্যাংকে ১৫ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জন।
শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২০২২ সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগসংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিবিধান অনুসরণ করে মেধা ও কোটা অনুসারে প্রণীত প্যানেল থেকে নির্বাচিত ৯২২ জন প্রার্থীকে এই ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে ।