সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ৭ পদের পরীক্ষার তারিখ পরিবর্তন
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের সাতটি পদের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা), কারিগরি কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ) ও ইমাম পদের লিখিত পরীক্ষা ১১ আগস্টের পরিবর্তে ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অফিসার (উৎপাদন) ও সহকারী কারিগরি কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ) পদের লিখিত পরীক্ষা ১২ আগস্টের পরিবর্তে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
সহকারী ব্যবস্থাপক (উৎপাদন নিয়ন্ত্রণ) ও অফিসার (অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ)/ অফিসার (উৎপাদন নিয়ন্ত্রণ) পদের এমসিকিউ পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে এ দুটি পদের লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষার দিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি আলাদাভাবে পরবর্তী সময় নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীকালে জানানো হবে।
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ৯ম থেকে ২০তম গ্রেডের ১৭ ক্যাটাগরির পদে সরাসরি নিয়োগের জন্য গত ১১ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পরিবর্তিত সময়সূচি দেখা যাবে এখানে।