বন অধিদপ্তর সিলেটের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
বন অধিদপ্তরের ১৭ থেকে ২০তম গ্রেডের রাজস্বখাতভুক্ত ফরেস্ট গার্ড (বনপ্রহরী) ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরেস্ট গার্ড (বনপ্রহরী) ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে।
সিলেট এমসি কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে ফরেস্ট গার্ড (বন প্রহরী) ও অফিস সহায়ক পদে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।
ইস্যুকৃত প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোড করার ইউজার আইডি ও পাসওয়ার্ড অনলাইনে আবেদনের সময় সংশ্লিষ্ট প্রার্থীর নামে নিবন্ধিত মুঠোফোনে শুধু বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের পাঠানো হয়েছে। ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। প্রার্থীকে প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে।