১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

শিক্ষকতা

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১২ ও ১৩ জুলাই (শুক্র ও শনিবার) নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন পরীক্ষার জন্য নির্বাচিত ভেন্যুর তালিকাসহ জেলা প্রশাসকদের কাছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

২৩ মে এনটিআরসিএর উপপরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) দীনা পারভীন স্বাক্ষরিত এই চিঠি বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেটের জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, এটি সম্ভাব্য তারিখ।

আরও পড়ুন

এদিকে এনটিআরসিএর চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএর ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য ১২ ও ১৩ জুলাই (শুক্র ও শনিবার) নির্ধারণ করা হয়েছে। ১২ জুলাই দেশের ৮টি জেলায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায় এবং ১৩ জুলাই ৮টি জেলায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে। নির্ধারিত ভেন্যুর তালিকা সদয় অবগতির জন্য পাঠানো হলো।

এমতাবস্থায় একই তারিখ ও সময়ে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা একই ভেন্যুতে অনুষ্ঠানের ক্ষেত্রে জটিলতা নিরসনের লক্ষ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠানের উল্লেখিত তারিখে নির্ধারিত ভেন্যুতে অন্য কোনো পরীক্ষার সময়সূচি না রাখার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত ভেন্যুর তালিকা চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন
শিক্ষকতা
প্রতীকী ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ১৫ মে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০। তবে প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ প্রার্থী। পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন।

আরও পড়ুন