বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চাকরির পরীক্ষা স্থগিত
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এরোড্রাম সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর, সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (ই/এম) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো। আগামী ২ সেপ্টেম্বর এসব পদের (এমসিকিউ) পরীক্ষা হওয়ার কথা ছিল।