প্রাথমিকের সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা জেলা পর্যায়ে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা শুরু করেছে।

সুনামগঞ্জ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি এবং হবিগঞ্জ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ জানুয়ারি।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সুনামগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩–এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই সময়সূচি অনুযায়ী জেলা প্রশাসক, সুনামগঞ্জের সম্মেলনকক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হবিগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩–এর হবিগঞ্জ জেলার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এই সময়সূচি অনুযায়ী জেলা প্রশাসক, হবিগঞ্জের অফিসকক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। গত ৮ ডিসেম্বর ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

আরও পড়ুন