সিনেমা দেখাই কাজ, বেতন ২ লাখ ২০ হাজার
সিনেমা দেখার জন্য উৎসাহী সিনেমাপ্রেমি খুঁজছে মার্কিন কোম্পানি ব্লুমজিবক্স। এই হলিডে মুভি ক্রিটিকদের বড়দিন নিয়ে মোট ১২টি সিনেমা দেখে সমালোচনা করতে হবে। এ জন্য পারিশ্রমিক বাবদ ২ হাজার মার্কিন ডলার (প্রায় ২ লাখ ২০ হাজার টাকা) দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
নির্বাচিত সমালোচকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিটি সিনেমা সম্পর্কে তাঁদের মতামত শেয়ার করবেন। মনোনীত হলিডে মুভি সমালোচক উৎসবের ফ্যাক্টর, কেমিস্ট্রি চেক, টিয়ারজারকার টেস্ট এবং রিপ্লে ভ্যালুর মানদণ্ড অনুসারে সিনেমাগুলো মূল্যায়ন করবেন।
ব্লুমজিবক্স এ বাবদ অর্থ ছাড়াও হট কফি, দুই জোড়া ইউজিজি মোজা, এক বছরের জন্য পিকক টিভির সাবস্ক্রিপশন এবং ব্লুমজিবক্সে এক বছরের ফ্লাওয়ার সাবস্ক্রিপশন দেবে। ফ্লাওয়ার সাবস্ক্রিপশনের কারণে প্রতি মাসে সমালোচকের ঘরে একটি তাজা ফুলের তোড়া সরবরাহ করা হবে।
ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ব্লুমজিবক্স বলেছে, ‘আমরা আয়রনক্ল্যাড রেটিং সিস্টেম তৈরি করেছি। নস্টালজিয়া ও নতুনত্বের পক্ষপাতের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা নিশ্চিত করতে চাই, এই পদে নির্বাচিত সমালোচক হলমার্ক ক্রিসমাস মুভি দেখার অভিজ্ঞতায় পুরোপুরি নিমগ্ন হবেন। এ কারণে তাঁর দুই হাজার ডলার দেওয়ার পাশাপাশি দুই জোড়া আরামদায়ক ইউজিজি মোজা ও পর্যাপ্ত হট কফি সরবরাহ করা হবে। এ ছাড়া পিককে এক বছরের সাবস্ক্রিপশনও দেওয়া হবে এবং প্রতি মাসে তাজা ফুলের তোড়া সরাসরি তাঁদের ঘরে পৌঁছে দেওয়া হবে।’
যে ১২টি সিনেমা দেখতে হবে, সেগুলো হলো—‘দ্য মোস্ট ওয়ান্ডারফুল টাইম অব দ্য ইয়ার’ (২০০৮), ‘ক্রাউন ফর ক্রিসমাস’ (২০১৫), ‘দ্য নাইন লিভস অব ক্রিসমাস’ (২০১৪), ‘ক্রিসমাস গেটওয়ে’ (২০১৭), ‘জার্নি ব্যাক টু ক্রিসমাস’ (২০১৬), ‘গোস্টস অব ক্রিসমাস অলওয়েজ’ (২০২২), ‘ফ্যামিলি ফর ক্রিসমাস’ (২০১৫), ‘ক্রিসমাস আন্ডার র্যাপস’ (২০১৪), ‘থ্রি ওয়াইজ মেন অ্যান্ড আ বেবি’ (২০২২), ‘আ রয়্যাল ক্রিসমাস’ (২০১৪), ‘নর্থপোল’ (২০১৪) এবং ‘দ্য ক্রিসমাস ট্রেন’ (২০১৭)।