প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা চেয়ে চিঠি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে বর্তমানে চাকরি করছেন, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য চেয়ে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত রোববার অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে এখন পর্যন্ত কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক অনুযায়ী পূর্ণাঙ্গ তথ্য ২৮ আগস্ট দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। সব তথ্য এ মেইলে [email protected] পাঠাতে বলা হয়েছে। এক্সেল ফরমেটে সফটকপি ও পিডিএফ কপি পাঠাতে হবে।