বাংলা একাডেমির আগামীকাল রোববারের নিয়োগ পরীক্ষা স্থগিত
বাংলা একাডেমির ‘রিসার্চ অফিসার’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে আগামীকাল রোববার অনুষ্ঠেয় চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রিসার্চ অফিসার পদে অনুষ্ঠেয় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
জনবল নিয়োগের জন্য বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উক্ত পরীক্ষার পরবর্তী সময়সূচি বাংলা একাডেমির ওয়েবসাইট ও প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
চতুর্থ দফায় আবারও আগামীকাল থেকে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামীকাল সকাল ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। এর ফলে উৎকণ্ঠায় চাকরিপ্রার্থীরা।