মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাই পদের মৌখিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন ৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য আনতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।