সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-৫
১. দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা–সংবলিত ই-পাসপোর্ট চালু করে কোন দেশ?
ক. শ্রীলঙ্কা
খ. ভারত
গ. মালদ্বীপ
ঘ. বাংলাদেশ
উত্তর: ঘ. বাংলাদেশ
২. ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার’ লক্ষ্য নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়—
ক. ২০১২ সালে
খ. ২০১৪ সালে
গ. ২০১৫ সালে
ঘ. ২০২০ সালে
উত্তর: ক. ২০১২ সালে
৩. প্রথমবারের মতো ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে আইন পাস করেছে কোন দেশ?
ক. নরওয়ে
খ. অস্ট্রেলিয়া
গ. জাপান
ঘ. সুইডেন
উত্তর: খ. অস্ট্রেলিয়া
৪. প্রতিবছর ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ পালিত হয় কবে?
ক. ২৯ নভেম্বর
খ. ১৭ নভেম্বর
গ. ৭ অক্টোবর
ঘ. ২০ সেপ্টেম্বর
উত্তর: ক. ২৯ নভেম্বর
৫. বিশ্বজুড়ে ‘জুটম্যান’ নামে পরিচিত বাংলাদেশি বিজ্ঞানী—
ক. আবদুস সাত্তার খান
খ. ড. মাকসুদুল আলম
গ. ড. মো. আবদুল্লাহ ইউছুফ আখন্দ
ঘ. ড. মোবারক আহমদ খান
উত্তর: ঘ. ড. মোবারক আহমদ খান
৬. সিরিয়ায় বাশার সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণে নেতৃত্ব দিচ্ছে কোন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী?
ক. হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)
খ. হুর্রাস আল-দিন
গ. আল-নুসরা ফ্রন্ট
ঘ. সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস
উত্তর: ক. হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)
৭. ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরি হিসেবে কাকে বেছে নিয়েছেন?
ক. খলিল আল-হায়া
খ. জাহের জাবারিন
গ. রাওহি ফাত্তৌহ
ঘ. মুহাম্মদ ইসমাইল দারবিশ
উত্তর: গ. রাওহি ফাত্তৌহ
৮. একটা দেশে অন্য দেশের দূতাবাস কেমন হবে এবং সেটির নিরাপত্তায় স্বাগতিক দেশ কী ধরনের ব্যবস্থা নিবে, সে বিষয়ে কোন আন্তর্জাতিক কনভেনশনে নির্দেশনা দেওয়া হয়েছে?
ক. বুদাপেস্ট কনভেনশন
খ. ভিয়েনা কনভেনশন
গ. জেনেভা কনভেনশন
ঘ. প্যারিস কনভেনশন
উত্তর: খ. ভিয়েনা কনভেনশন
৯. নামিবিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন—
ক. অ্যালিসিয়া অ্যাগিংটন
খ. অ্যালেন জনসন সারলিফ
গ. মিরিয়াম ম্যাকেইবা
ঘ. নেতুম্বো নান্দী-নদাইতোয়াহ
উত্তর: ঘ. নেতুম্বো নান্দী-নদাইতোয়াহ
১০. ২০২৪ সালে বিবিসির ১০০ উইমেন তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি—
ক. নিগার সুলতানা জ্যোতি
খ. সাবরিনা ইসলাম
গ. রিক্তা আক্তার বানু
ঘ. সেঁজুতি সাহা
উত্তর: গ. রিক্তা আক্তার বানু
১১. ব্রিকসের (BRICS) পূর্ণ সদস্যরাষ্ট্র কয়টি?
ক. ৫টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১২টি
উত্তর: গ. ১০টি
১২. সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি—
ক. ইথেরিয়াম
খ. বিটকয়েন
গ. ডজকয়েন
ঘ. টেথার
উত্তর: খ. বিটকয়েন
১৩. ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার ওপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি কী নামে পরিচিত?
ক. আশদূদ ডকট্রিন
খ. বৈরুত ডকট্রিন
গ. দাহিয়া ডকট্রিন
ঘ. হাইফা ডকট্রিন
উত্তর: গ. দাহিয়া ডকট্রিন
১৪. বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু হয়েছে কোন শহরে?
ক. সাংহাই, চীন
খ. মাদ্রিদ, স্পেন
গ. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
ঘ. রিয়াদ, সৌদি আরব
উত্তর: ঘ. রিয়াদ, সৌদি আরব
১৫. সম্প্রতি সিলেটের চা–বাগানে কোন দুই দেশের নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে?
ক. বাংলাদেশ-ইংল্যান্ড
খ. বাংলাদেশ-আয়ারল্যান্ড
গ. বাংলাদেশ-অস্ট্রেলিয়া
ঘ. বাংলাদেশ-স্কটল্যান্ড
উত্তর: খ. বাংলাদেশ-আয়ারল্যান্ড
১৬. এক বছরে বিদেশের মাটিতে সর্বোচ্চ কয়টি টেস্ট ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: ক. ৩টি
১৭. বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কয়টি?
ক. ৩৫টি
খ. ৩৭টি
গ. ৪৩টি
ঘ. ৪৫টি
উত্তর: গ. ৪৩টি
১৮. অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি’র প্রধান কে?
ক. এ কে এনামুল হক
খ. মোহাম্মদ আবু ইউসুফ
গ. ইমরান মতিন
ঘ. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
উত্তর: ঘ. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১৯. ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তর: গ. ৬টি
২০. ২০২৪ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ—
ক. রিজ
খ. ব্রেন রট
গ. সুইফটি
ঘ. জেন জি
উত্তর: খ. ব্রেন রট
* নওশিন সাদিয়া, শিক্ষার্থী