সহকারী জজ নিয়োগের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ প্রকাশ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ১০৪ জন প্রার্থীর ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।
বিজেএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে মনোনীত ১০৪ জন প্রার্থীর ডোপ টেস্ট ৩১ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে এ পরীক্ষা নেওয়া হবে।
প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে আগামী ২ নভেম্বর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বিজেএস অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে লগইন করে প্রবেশপত্রের প্রিন্ট নেওয়া যাবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য যেসব নির্দেশনা মানতে হবে
পেছন-সামনে অবস্থানে বুকের এক্স–রে ফটো রিপোর্টসহ (চিহ্নিত করণের দাগের উল্লেখ ও সত্যায়িত স্বাক্ষর থাকতে হবে) বোর্ডকে দিতে হবে।
একজন চক্ষু বিশেষজ্ঞের কাছ থেকে চক্ষু পরীক্ষার সার্টিফিকেট বোর্ডের কাছে জমা দিতে হবে।
প্রস্রাব পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে ২০ টাকা জমা দিতে হবে।
ডোপ টেস্টের জন্য সরকারনির্ধারিত ফি দিতে হবে।
স্বাস্থ্য পরীক্ষার দিন বোর্ডের সভাপতির কাছে প্রত্যেক প্রার্থীকে সরকারি ট্রেজারি বা বাংলাদেশ ব্যাংকে এই কোড নম্বরে (১২৭১১-০০০০-২৬৮১) ৫০ টাকা জমা দিয়ে মূল ট্রেজারি চালান ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সদস্যদের ফি বাবদ অতিরিক্ত ৫০ টাকা বোর্ডের কাছে জমা দিতে হবে।
গত ২৪ সেপ্টেম্বর সহকারী জজ নিয়োগের ১৬তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১০৪ প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়। এর মধ্যে ৯৯ থেকে ১০৪তম মেধা অধিকারী প্রার্থী একই নম্বর পাওয়ায় নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০০ জন প্রার্থীর সঙ্গে অতিরিক্ত ৪ জনসহ মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।
ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সূচি এখানে দেখা যাবে।