প্রাথমিকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে ৯৩ শতাংশ মেধায় ও ৭ শতাংশ কোটার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
আজ রোববার দুপুরে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই দাবিতে মানববন্ধন করেন তাঁরা। চাকরিপ্রার্থীরা বলেন, ‘আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম) পরীক্ষার্থী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে ৯৩% মেধা এবং ৭% কোটায় দ্রুত সময়ের মধ্যে আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হোক।’
প্রার্থীরা আরও বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে ওই বিজ্ঞপ্তির যেকোনো অংশ সংস্কার, সংযোজন কিংবা বিয়োজন করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনেও বলা হয়েছে, কোটাসংক্রান্ত আগের সব আদেশ–নির্দেশ, পরিপত্র–প্রজ্ঞাপন ইত্যাদি রহিত করা হয়েছে এবং এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করার ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয়।
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থী কাজল চন্দ্র রায় ও মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা এর আগে গত ১৮ আগস্ট এবং ২৮ আগস্ট আমাদের এই দাবিগুলো নিয়ে মানববন্ধন করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে মেধাভিত্তিক নিয়োগের জন্য একাধিকবার স্মারকলিপিও জমা দিয়েছি। আমরা দাবি জানাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগে ৯৩% মেধা ও ৭% কোটা অনুসরণ করা হোক।’