পরীক্ষণ বিদ্যালয়ে প্যানেল থেকে শিক্ষক নিয়োগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) লাগোয়া পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক (১০ম গ্রেড) পদে সংরক্ষিত প্যানেল/অপেক্ষমাণ মেধা তালিকা থেকে প্রার্থী নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে প্যানেল থেকে ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেবেন।

সাময়িকভাবে মনোনিত এসব প্রার্থীর পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পাওয়া হলে উক্ত প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে করা হবে। ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে।

নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে এই লিংকে ।