তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে পিএসসি
তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে সরকারি কর্মকমিশন–পিএসসি। এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হচ্ছে। আজ সোমবার পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন–ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলেওয়ের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে পিএসসি। এসব সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কাজও চূড়ান্ত। চাকরিপ্রার্থীদের জন্য ভালো কিছু কাজ পিএসসি করছে বলেও জানান ওই কর্মকর্তা। নন-ক্যাডার বিধিমালা ২০২৩ সংশোধনের জন্য কমিশনের ২য় বিশেষ সভায় আলোচনা চলমান।
সম্প্রতি সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন, নন–ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলের নিয়োগের বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে পিএসসি এসব বিষয়ে গুরুত্ব দেয়। সরকারি চাকরি (প্রার্থীর প্রাক্-পরিচয় যাচাই) বিধিমালা ২০২৫ চূড়ান্ত করেছে পিএসসি। উক্ত বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এ বিধি প্রয়োজ্য।