দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে তথ্যপ্রযুক্তি চাকরি মেলা

মেলায় ২০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে
ছবি: আব্দুর রাজ্জাক সরকার

তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন চাকরিপ্রার্থীদের জন্য দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে ‘আইটি জব ফেয়ার’ শীর্ষক চাকরি মেলার আয়োজন করেছে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘স্কিল জবস’। আজ শুক্রবার সকাল ৯টা থেকে রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় এ মেলা শুরু হয়েছে। মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রথম আলো এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে।

মেলায় ২০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে আছে ডিজিকন, ক্রিয়েটিভ আইটি, উইডেভস ডট কম ও বঙ্গ বিডি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসব প্রতিষ্ঠান বিভিন্ন পদে দুই শতাধিক চাকরিপ্রার্থী নিয়োগ দেবে। মেলা প্রাঙ্গণে কিছু পদে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সিভি বাছাইয়ের পর বাকি পদের সাক্ষাৎকার নেওয়া হবে।

চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ফ্যামিলি ও স্কিল জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতে চাকরির সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মেলার মাধ্যমে আমরা চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে চাই। আমরা আশা করি, জব ফেয়ারটি উভয় পক্ষের জন্যই একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম হবে।’

চাকরি মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জন্য আছে আইটি সেক্টরে ক্যারিয়ার গঠনবিষয়ক তিনটি ওয়ার্কশপ এবং দুটি প্লেনারি সেশন
ছবি: আব্দুর রাজ্জাক সরকার

চাকরি মেলায় সিভি জমা ও সাক্ষাৎকারের পাশাপাশি অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জন্য আছে আইটি সেক্টরে ক্যারিয়ার গঠনবিষয়ক তিনটি ওয়ার্কশপ এবং দুটি প্লেনারি সেশন। এসব সেশনে বাংলাদেশের আইটি সেক্টরের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও মেন্টররা অংশগ্রহণ করেন। সেশনে উপস্থিত থেকে তরুণ উদ্যোক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, নগর সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, ব্রেন স্টেশনের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাইসুল কবির এবং উইডেভস একাডেমির প্রধান নির্বাহী নাজির হোসেইন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস করা চাকরিপ্রার্থী এবং অভিজ্ঞ চাকরিপ্রার্থীরাও মেলায় এসেছেন। রাজধানীর মুগদা থেকে মেলায় এসেছেন হাজেরা খাতুন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মেলায় এসেছেন নতুন চাকরি খুঁজতে। হাজেরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘অধিকাংশ প্রতিষ্ঠানে অনলাইনে সিভি নেওয়া হচ্ছে, এটা ভালো দিক। আমি অনলাইনে চারটি প্রতিষ্ঠানে সিভি দিয়েছি। আশা করি ভাইভার জন্য ডাক পাব।’

মেলায় আসা চাকরিপ্রার্থীদের একাংশ
ছবি: আব্দুর রাজ্জাক সরকার

উইডেভস ডট কমের এক্সিকিউটিভ কর্মকর্তা সাকিব কোরাইশী বলেন, চারটি পদের জন্য অনলাইনে সিভি নেওয়া হচ্ছে। সিভিগুলো বাছাই করে পরে ভাইভার জন্য ডাকা হবে।