পঞ্চম গণবিজ্ঞপ্তি: সুপারিশ পাওয়া প্রার্থীদের করণীয়

ফাইল ছবি

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়েছে। এতে ১৯ হাজার ৫৮৬ জন নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন। সুপারিশপত্র ডাউনলোড করে বর্ণিত প্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীদের যোগ দিতে হবে।

চূড়ান্ত সুপারিশ পাওয়া শিক্ষকদের যত দ্রুত সম্ভব সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে উক্ত প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীর উপস্থিত হতে হবে। যদিও সুপারিশপত্রে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কিছু কাজ করা জরুরি যেমন নিয়োগপত্রের জন্য আবেদন দিতে হবে এবং এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানের নিয়োগপত্র ইস্যু করার পর দ্রুত যোগদানের জন্য আবেদন দিতে হবে এবং যোগদান করতে হবে।

যোগদান করার পর যত দ্রুত সম্ভব এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে। যেমন শূন্যপদ, নিয়োগ অনুমোদন ও যোগদান অনুমোদনসংক্রান্ত রেজল্যুশন, শিক্ষার্থীদের সব তথ্য ইত্যাদি। যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সেগুলোর তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। ব্যক্তিগত কাগজপত্রে কোনো প্রকার অসঙ্গতি থাকলে তা যত দ্রুত সম্ভব সমাধান করে নিতে হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এমপিওভুক্তির জন্য আবেদন করতে হবে। যা অক্টোবর মাসের ১ থেকে ৮ তারিখের মধ্যে করতে হবে এবং কারিগরি ও মাদ্রাসার এমপিও আবেদন প্রতি মাসে নেওয়া হয়। এমপিওভুক্তির জন্য আবেদন নিজে বা অভিজ্ঞ কাউকে দিয়ে করা যেতে পারে। সাধারণত প্রতিষ্ঠানের অফিস থেকেও এসব আবেদন করা সম্ভব। শিক্ষকদের এমপিওভুক্তিতে কোনো প্রকার টাকা বা ফির প্রয়োজন হয় না। কাগজপত্র ঠিক থাকলে এমনিতেই এমপিওভুক্তি হয়ে যাবে।

  • মো. সান্ত আলী, প্রভাষক, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ

আরও পড়ুন