আলাদা লোগো বানাতে চায় পিএসসি
সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিজস্ব লোগো তৈরি করতে চায়। এ জন্য লোগোর ডিজাইন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে পিএসসির একজন কর্মকর্তা বলেন, পিএসসির নিজস্ব কোনো লোগো নেই। আমরা চাই নিজেদের একটি লোগো থাকুক। সে জন্য আলাদাভাবে লোগো তৈরির জন্য ডিজাইন আহ্বান করা হয়েছে। যার ডিজাইন পছন্দ হবে, তাঁকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হবে।