পিএসসি নিয়োগ পরীক্ষার ফি থেকে কত টাকা পায়?
সরকারি কর্ম কমিশন (পিএসসি) চাকরিপ্রার্থীদের দেওয়া ফি থেকে কত টাকা পায়, তা জানতে চান অনেক চাকরিপ্রার্থী। এ নিয়ে পিএসসির সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, পরীক্ষার্থীরা যে ফি দেন, তার টাকা তারা পায় না। এটি সরকারি কোষাগারে জমা হয়।
এ বিষয়ে জানতে চাইলে একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার্থীরা পরীক্ষার ফি বাবদ যে টাকা জমা দেন, তা আমরা পাই না। সেটি সরকারি কোষাগারে জমা হয়। কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য বা অন্যান্য খরচের জন্য সরকার আমাদের বাজেট দেয়। বিষয়টি নিয়ে অনেকে ভুল বুঝে থাকেন যে টাকা আমরা নিই, তা সঠিক নয়।’
সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ। পিএসসি বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো এটি অনুসরণ করে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসরণ করে ওই প্রতিষ্ঠানগুলো।
তিনি সরকারি একটি প্রজ্ঞাপন তুলে ধরে বিষয়টি স্পষ্ট করেন। সরকারি প্রজ্ঞাপন অনুসারে চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা যা জমা দেন, তা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও ‘পরীক্ষা ফি’ গ্রহণ করা হয় এবং ‘পরীক্ষা ফি’ বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা হয়। টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ‘পরীক্ষা ফি’ বাবদ অর্থ গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর ওই প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে ওই অর্থ নিজস্ব ব্যাংক হিসেবে জমা করতে পারে।
প্রজ্ঞাপনে বলা আছে, ‘অনলাইন আবেদন’ গ্রহণ না করা হলে ‘পরীক্ষা ফি’ বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে–অর্ডারে এ অর্থ গ্রহণ করতে পারবে।