১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের টেলিটকের মাধ্যমে পর্যায়ক্রমে খুদে বার্তা দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদ ও নম্বরপত্র; জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/ জন্মনিবন্ধন সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূলকপিসহ এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে খুদে বার্তায় বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকতে হবে।
২৭ অক্টোবর থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বর তারিখ অনুযায়ী এই লিংকে (https://ntrca.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/notices/1a83f4b5_a215_4e07_b02e_8805b51cf754/2024-10-22-11-13-a10eef3a463fec6d7a1e09ec9b74a5f5.pdf) দেখা যাবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে।