জুনিয়র অডিটরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮৮৪ জন
হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১৬তম গ্রেডভুক্ত জুনিয়র অডিটরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮৮৪ জন। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষাসংক্রান্ত তথ্য সিজিএ কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
২২ জুলাই সকাল ১০টায় জুনিয়র অডিটর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।