বিডিজবস ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ারে চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়
নবীন স্নাতকদের জন্য ‘ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার’ নামে চাকরি মেলার আয়োজন করেছে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘বিডিজবস’। আজ সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে এ মেলা। প্রথম আলো এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে।
চাকরিপ্রার্থীদের পদচারণে মুখর মেলা প্রাঙ্গণ। মেলা শুরু হওয়ার আগে থেকেই চাকরিপ্রার্থীরা মেলার প্রবেশমুখে ভিড় করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেলায় চার হাজারের বেশি চাকরিপ্রার্থী উপস্থিত হয়েছেন বলে বিডিজবস জানিয়েছে।
মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক। নিবন্ধনের বারকোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে হয়। মেলাপ্রাঙ্গণেও নিবন্ধনের সুযোগ রয়েছে। তবে চাকরিপ্রার্থীকে নিজের মুঠোফোন দিয়ে নিবন্ধন করে মেলায় প্রবেশ করতে হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস করা চাকরিপ্রার্থী বেশি এসেছেন মেলায়। ঢাকার বিভিন্ন প্রান্ত এবং ঢাকার বাইরে থেকেও মেলায় এসেছেন অনেকে। পুরান ঢাকার ওয়ারী থেকে মেলায় এসেছেন মো. ইশতিয়াক হোসেন। এ বছরের ফেব্রুয়ারিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন তিনি।
মেলায় চাকরিপ্রার্থীদের বেশি ভিড় দেখা যায় আড়ংয়ের স্টলের সামনে। আড়ংয়ের মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাশিয়াত ফারিয়া নূর প্রথম আলোকে বলেন, চারটি পদের জন্য সিভি নিচ্ছে আড়ং। এর মধ্যে সেলস বিভাগে প্রায় ৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। দুপুর ১২টা পর্যন্ত শতাধিক সিভি পড়েছে বক্সে। এখন সিভি নিয়ে রাখা হচ্ছে, পরবর্তী সময়ে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
মো. ইশতিয়াক হোসেন প্রথম আলোকে বলেন, ‘যেহেতু মেলার নাম ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার, তাই আমার মতো নবীন স্নাতক বেশি মেলায়। চাকরিদাতা যেসব প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে, তারাও নবীন স্নাতকদের সিভি নিচ্ছে। আমার মতো যাঁদের চাকরির অভিজ্ঞতা নেই, তাঁদের জন্য এ মেলা চাকরি খোঁজার ভালো মাধ্যম।’
চাকরি মেলায় প্রাণ, আড়ং, ওয়ালটন, আশিয়ান গ্রুপসহ ১৩০টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিডিজবস জানায়, মেলার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় ৩৫ হাজার চাকরিপ্রার্থী। এসব প্রার্থীর মধ্য থেকে যোগ্য প্রায় আড়াই হাজার প্রার্থীকে চাকরির জন্য মনোনীত করা হবে। আজই কিছু প্রার্থীর অনলাইন টেস্ট নেওয়া হবে। যাঁরা অনলাইন পরীক্ষায় পাস করবেন, পরবর্তী সময়ে তাঁদের সরাসরি সাক্ষাৎকার নিয়ে নিয়োগপত্র দেওয়া হবে।
মেলায় চাকরিপ্রার্থীদের বেশি ভিড় দেখা যায় আড়ংয়ের স্টলের সামনে। আড়ংয়ের মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাশিয়াত ফারিয়া নূর প্রথম আলোকে বলেন, চারটি পদের জন্য সিভি নিচ্ছে আড়ং। এর মধ্যে সেলস বিভাগে প্রায় ৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। দুপুর ১২টা পর্যন্ত শতাধিক সিভি পড়েছে বক্সে। এখন সিভি নিয়ে রাখা হচ্ছে, পরবর্তী সময়ে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
মেলায় অংশগ্রহণকারী নবীন স্নাতকদের চাকরির জন্য দরকারি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। বিডিজবস ডটকমের পরিচালক (বিপণন) প্রকাশ রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সিভি লেখার টিপস, সাক্ষাৎকারের টিপসসহ চাকরির জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সেমিনারের আয়োজন করেছি আমরা। নিবন্ধনকারী সব চাকরিপ্রার্থী সেমিনারে অংশ নিতে পারবেন।’
প্রকাশ রায় চৌধুরী বলেন, ‘২০ বছর ধরে আমরা চাকরি মেলা করে আসছি। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় আজকের মেলায়। আজ তিনটার পর থেকে অনলাইন টেস্ট শুরু হবে। ৫০টি প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের অনলাইনে পরীক্ষা নিয়ে চাকরির জন্য প্রার্থী বাছাই করবে।’
মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ‘বিডিজবস ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ারে’ অংশগ্রহণ করতে অনলাইনে নিবন্ধন করতে হবে। যদি বিডিজবসে অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি করে জব ফেয়ারের জন্য নিবন্ধন করা যাবে। আর যদি বিডিজবসে অ্যাকাউন্ট থাকে, তাহলে লগইন করে মেলার জন্য নিবন্ধন করা যাবে। চাকরি মেলার জন্য নিবন্ধন করা যাবে এ লিংকের মাধ্যমে।