বিমানের পাইলট পদে সকালে পরীক্ষা, সন্ধ্যায় ফল
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ক্যাডেট পাইলট পদের লিখিত পরীক্ষা আজ শনিবার নেওয়ার পর সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় ৫০ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় বসতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে প্রার্থীদের ই-মেইল ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ওয়েবসাইট ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যারিয়ার পেজেও লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।