কাস্টম হাউসের সিপাই পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭৭
কাস্টম হাউস, বেনাপোলের সিপাই পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৭৭ জন।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের আবেদন অনুযায়ী সিপাই পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৪৭ জন এবং ২০১৬ সালের আবেদন অনুযায়ী উত্তীর্ণ হয়েছেন ৩০ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় কাস্টম হাউস, বেনাপোলের ওয়েবসাইটে এবং কাস্টম হাউস, বেনাপোলের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর প্রবেশপত্র, লিখিত পরীক্ষায় হাজিরায় স্বাক্ষর, ছবি ও অন্যান্য তথ্য যাচাই করা হবে। কোনো অমিল পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিপাই পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখা যাবে এখানে।