পুলিশের চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে যোগ দিলেন সেই ৪ জন
৪০তম বিসিএসের পুলিশ ক্যাডারের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়ে ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছেন। এ চার কর্মকর্তা হলেন মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। তাঁরা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর এই চারজন পুলিশ ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। কারণ, তাঁরা চারজনই ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন।
চার এএসপির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চার পুলিশ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম শ্রেণির ৫৭ কর্মকর্তা চাকরি ছেড়ে দেন।
এই চার কর্মকর্তা ইতিমধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন জেলায় যোগ পেয়েছেন। এর মধ্যে মো. মেহেদী হাছান পাটোয়ারী যোগ দিয়েছেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে। তিনি তাঁর ফেসবুকে লিখেছেন, ‘জীবনের অনেক লম্বা পথ অতিক্রম করে, অনেক চড়াই–উতরাই পেরিয়ে অবশেষে প্রফেশনাল জীবনে স্থির হতে চলেছি। সিদ্ধান্তটা আমার জন্য খুব সহজ ছিল না। খুব কঠিন কিছু সময় পার করতে হয়েছে এ জন্য। তবে এ কঠিন সময়ে অনেকেই আমাকে সুপরামর্শ দিয়েছেন, দিকনির্দেশনা দিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন। যেহেতু আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হতো, তাই আমার নেওয়া সিদ্ধান্ত আমার সব শুভাকাঙ্ক্ষীকে খুশি করতে পারেনি অথবা কারও কারও জন্য কিছুটা বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করেছে। তবে আমি মন থেকে বলছি, আমাকে যাঁরা বিভিন্নভাবে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন, আমি তাঁদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। যেখানেই থাকি, যে প্রফেশনেই থাকি, আমাদের উদ্দেশ্য একটাই, এ দেশটাকে ভালোবাসা, দেশের মাটি ও মানুষের জন্য কাজ করা।’
ক্যারিয়ারবিষয়ক পরামর্শক রবিউল আলম লুইপা প্রথম আলোকে বলেন, ‘চাকরিপ্রার্থীরা ক্যাডার চয়েস দেওয়ার সময় সুযোগ-সুবিধা, নিয়মিত পদোন্নতি, লজিস্টিক সাপোর্ট, কাজের বৈচিত্র্য প্রভৃতি বিষয় মাথায় রাখেন। এ জন্য জেনারেল ক্যাডারগুলো পছন্দের প্রথম দিকে রাখেন এবং পছন্দের ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলে অন্য ক্যাডার থেকে সুইচ করেন। ক্যাডার, নন-ক্যাডার, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বেসরকারি খাত—সবার সম্মিলিত অবদানেই রাষ্ট্রকার্য পূর্ণতা পায়। তাই সব সার্ভিসেই মেধাবীদের ধরে রাখতে সার্ভিসগুলো পারস্পরিক সুযোগ-সুবিধা কাছাকাছি হওয়া প্রয়োজন।’