ওজোপাডিকোর দুই পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) দুই ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
ওজোপাডিকোর ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা ২৭ মে অনুষ্ঠিত হবে। সহকারী প্রকৌশলী (সিভিল/কম্পিউটার/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) পদের লিখিত পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদের লিখিত পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল/কম্পিউটার/মেকানিক্যাল/পাওয়ার) পদের লিখিত পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনায় অনুষ্ঠিত হবে।