মেট্রোরেলের একটি পদের মৌখিক পরীক্ষা ২৫ মার্চ

মেট্রোরেল
ফাইল ছবি

মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি–৯ এর আওতায় কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে লিখিত পরীক্ষা ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের মৌখিক পরীক্ষা ২৫ মার্চ বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসীকল্যাণ ভবনে এ পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রার্থীদের মুঠোফোন নম্বরে খুদেবার্তা পাঠানো হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে উপস্থিত হতে হবে। মূল প্রবেশপত্রসহ জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদপত্র নিয়ে যেতে হবে।

আরও পড়ুন

কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে গত ২ ডিসেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজি দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে জানা যাবে।