প্রবাসীকল্যাণ ব্যাংকে ষষ্ঠ পর্যায়ে সিনিয়র অফিসার হলেন যাঁরা

প্রতীকী ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে প্রবাসীকল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের জন্য প্রণীত প্যানেল থেকে ৬ষ্ঠ পর্যায়ে দুজনকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসীকল্যাণ ব্যাংকে ২০১৯ সালভিত্তিক সিনিয়র অফিসার (সাধারণ) (জব আইডি-১০১১২) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় (লিখিত ও মৌখিক) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে ৬ষ্ঠ পর্যায়ে দুই প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত দুই প্রার্থীর রোল নম্বর—১২৩৪৯৫ ও ১৬৩১৭৬।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।