বিসিএস পরীক্ষায় নকলের চেষ্টা করায় প্রার্থিতা বাতিল
৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষার হলে নকলের চেষ্টা করায় এক প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষার হলে নকলের চেষ্টা করায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী কমিশন কর্তৃক এই রেজিস্ট্রেশন (১১০৩৮৬৯২) নম্বরধারী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই রেজিস্ট্রেশন (১১০৩৮৬৯২) নম্বরধারী প্রার্থীর ৪৪তম বিসিএস পরীক্ষা বাতিলসহ ওই বছর ও পরবর্তী এক বছর কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য যেকোনো পরীক্ষার জন্য এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যেকোনো পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হলো।
এ ছাড়া ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় এই রেজিস্ট্রেশন (১১০৩৫৭৫২) নম্বরধারী প্রার্থী আবশ্যিক দুটি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত থাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাঁর উত্তরপত্র বাতিল করেছে। এই প্রার্থীর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষার উত্তরপত্র বাতিল করা হয়েছে।