ঢাকা ওয়াসার দুই পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
ঢাকা ওয়াসার ‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার)’ ও ‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক)’ পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী মেইনটেন্যন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) পদের লিখিত পরীক্ষা আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।
রাজধানীর নীলক্ষেতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে (আইসিএমএবি) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) পদে পরীক্ষার্থী ১০৫ জন ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) পদে পরীক্ষার্থী ৭৬ জন।
পরীক্ষার্থীরা নিজেদের ই-মেইল ও ঢাকা ওয়াসার ওয়েবসাইটের মাধ্যমে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন এবং প্রার্থীদের মোবাইলে পরীক্ষাসংক্রান্ত এসএমএস পাঠানো হবে।
প্রার্থীদের মধ্যে কেউ প্রবেশপত্র না পেয়ে থাকলে ঢাকা ওয়াসার প্রশাসন বিভাগ-১ এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি দেখতে এখানে ক্লিক করুন।