পররাষ্ট্র মন্ত্রণালয়ের দশম গ্রেডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সহকারী সাইফার কর্মকর্তা/সহকারী কনস্যুলার কর্মকর্তা’ (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। এতে মোট ১১৭ জন উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দশম গ্রেডে সহকারী সাইফার কর্মকর্তা/সহকারী কনস্যুলার কর্মকর্তা সরাসরি নিয়োগের জন্য ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গত ৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মোট ১১৭ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম–৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
যেসব কাগজপত্র জমা দিতে হবে—
১. শিক্ষাগত যোগ্যতার সব মূল/সাময়িক সনদ
২. ‘ও’ লেভেলে এবং ‘এ’ লেভেলে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩. অনধিক তিন মাস আগে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪. জাতীয় পরিচয়পত্র।
৫. নাগরিকত্ব সনদ।
৬. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৭. সরকারি/আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
৮. সরকারি অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফা প্রদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশ (প্রযোজ্য ক্ষেত্রে)।
৯. আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে স্থায়ী ঠিকানার সপক্ষে সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
১০. বিদেশ থেকে ডিগ্রি অর্জিত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইকুইভ্যালেন্স সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
১১. বীর মুক্তিযোদ্ধা/বীর শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রমাণক হিসেবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রয়োজনীয় সনদের সত্যায়িত কপি।
১২. প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
উল্লিখিত প্রতিটি ডকুমেন্টে প্রার্থীকে তাঁর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ২০১৯ সালের ৯ ডিসেম্বর জারি করা নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী মূল আবেদন বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ২ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত কাগজপত্রসহ ২১ মে থেকে ৩০ মের মধ্যে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত পরিচালক, ইউনিট-৩, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এর দপ্তরে হাতে হাতে অথবা ডাকযোগে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা তথ্য উল্লেখ করলে আবেদনপত্র বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।
লিখিত পরীক্ষার ফলাফল এখানে দেখা যাবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।