একটি বাড়ি একটি খামার প্রকল্পের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক।

পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুন ২০২৪ স্মারক উল্লেখ করে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।

একটি বাড়ি একটি খামার প্রকল্প বা পরবর্তী নাম আমার বাড়ি আমার খামার প্রকল্পটির কার্যক্রম সরকার কর্তৃক নির্ধারিত সময়ে অর্থাৎ ২০২১ সালের ৩০ জুন শেষ হয়েছে। বর্তমানে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প বা আমার বাড়ি আমার খামার প্রকল্প নামে কোনো কার্যক্রম চলমান নেই।

তাই এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন