নির্বাচন কমিশনের ১১ পদের পরীক্ষা শুরু ১৯ মে, প্রার্থী ৯,৬৫০
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ১১টি পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহায়ক পদের পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। এ পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৮৮৬ জন।
কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হবে। এসব পদে মোট পরীক্ষার্থী ৬ হাজার ৭৬৪ জন।
নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদের পরীক্ষা শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর বাকি পদগুলোর পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে একই সময়ে নেওয়া হবে।
প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রার্থীদের কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কেন্দ্র ত্যাগ করতে পারবেন না। পরীক্ষার কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মুঠোফোন, ঘড়ি, ক্যালকুলেটর এবং ইলেক্ট্রনিক কার্ড/ডিভাইস আনা সম্পূর্ণ নিষেধ।