এলজিইডির ২২৩৭টি পদে নিয়োগের বিষয়ে সতর্ক করেছে অধিদপ্তর
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাজস্ব কাঠামোভুক্ত ১২টি ক্যাটাগরির ২ হাজার ২৩৭টি শূন্য পদে জনবল নিয়োগের বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ হাজার ২৩৭টি পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুধাবন ও অনুসরণ করে প্রস্তুতকৃত অপেক্ষমাণ তালিকা থেকে যথাসময়ে সরকারি বিধিবিধান অনুযায়ী নিয়োগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয় সংরক্ষিত অপেক্ষমাণ তালিকা থেকে চাকরি দেওয়ার প্রলোভনে একটি মহল চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ে লিপ্ত রয়েছেন মর্মে অত্র দপ্তরের গোচরীভূত হয়েছে।
এমতাবস্থায় অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের প্রত্যাশায় কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। এ বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে নিকটতম থানা বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখায় (এলজিইডি) অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।