খাদ্য অধিদপ্তরের ৯টি পদের চূড়ান্ত ফল দ্রুত চান চাকরিপ্রার্থীরা
খাদ্য অধিদপ্তরের চলমান ২০১৮ সালের ৯টি পদের নিয়োগ দ্রুত সম্পন্ন ও চূড়ান্ত ফলাফলের দাবিতে মানববন্ধন করেছেন এসব পদে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে খাদ্য অধিদপ্তরের সামনে ও দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা। দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক চাকরিপ্রার্থী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে চাকরিপ্রার্থীরা বলেন, ‘খাদ্য অধিদপ্তর ২০১৮ সালে ২৪টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে ১৪ পদের ফল অনেক আগেই প্রকাশ হয়েছে। আর একটি পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। বাকি ৯টি পদের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি। লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েও চূড়ান্ত ফলাফল পাচ্ছি না। এর চেয়ে হতাশার আর কী হতে পারে।’
চাকরিপ্রার্থী সাব্বির হোসেন বলেন, ‘২০১৮ সালের সার্কুলার ২০২১ সালে পরীক্ষা ও ২০২২ সালে ভাইভা নিয়ে দীর্ঘ ৫ বছরেও অধিদপ্তর আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারেনি। এক বছর হয় ভাইভা দিয়েছি। ফল না হওয়ায় আমরা হতাশায় আছি। খাদ্যমন্ত্রী ও অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটাই দাবি, অতি দ্রুত যেন আমাদের ফল প্রকাশ করা হয়। আগামী ৩ মার্চের মধ্যে যদি ফলাফল প্রকাশ না করা হয় তবে ৪ মার্চ থেকে অধিদপ্তরের সামনে আমরণ অনশন পালন করা হবে।’
আরেক চাকরিপ্রার্থী বিধান চন্দ্র কর্মকার বলেন, ‘অধিদপ্তর থেকে বারবার ফলাফল ঘোষণার মৌখিক আশ্বাস দেওয়া হলেও তারা ফলাফল প্রকাশে গড়িমসি করছে। আমরা এই রেজাল্টের জন্য কোনো কাজে যুক্ত হতে পারছি না, আবার বসে থাকতেও পারছি না। আমরা রেজাল্ট চাই, বেকারত্বের হাত থেকে মুক্তি চাই। যদি অতি দ্রুত আমাদের ফলাফল প্রকাশ করা না হয়, তবে আমরা অনশনে যেতে বাধ্য হব।’
রাজশাহী থেকে আসা চাকরিপ্রার্থী নুরুল ইসলাম বলেন, ‘এটাই আমার শেষ আবেদন ছিল, অনেক দিন থেকে আমরা ধৈর্য ধরে ফলাফলের আশায় বসে আছি। কিন্তু ফলাফল পাচ্ছি না। আর কত দিন অপেক্ষা করতে হবে।’
২০১৮ সালের ১১ জুলাই খাদ্য অধিপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ২৪টি পদে মোট ১ হাজার ১৬৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন করেন প্রায় ১৪ লাখ প্রার্থী।