চাকরিপ্রার্থীদের দাবির বিষয়ে সরকারকে জানাবে পিএসসি

নন–ক্যাডার নিয়োগ, জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগের ফলসহ বেশ কিছু বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসির) সামনে আন্দোলন ও অসন্তোষ প্রকাশ করে আসছেন চাকরিপ্রার্থীরা। এ বিষয়ে করণীয় ঠিক করতে আজ বুধবার বিশেষ সভা ডেকেছিল পিএসসি। সেখানে সিদ্ধান্ত হয়েছে চাকরিপ্রার্থীদের দাবির বিষয়ে সরকারকে জানাবে পিএসসি। আজ সভা শেষে পিএসসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে সভার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন

পিএসসির কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে নন–ক্যাডারের বেশ কিছু প্রার্থী নানা দাবি নিয়ে পিএসসিতে আসছেন এবং আন্দোলন করছেন। আমরা সব কটি বিষয় নিয়ে বসেছিলাম। চেয়ারম্যান ও সদস্যরা বসেছিলেন। সভায় চাকরিপ্রার্থীদের দাবিগুলো আমরা আলোচনা করেছি। এ বিষয়ে সরকারকে অবহিত করার সিদ্ধান্ত হবে। সরকার বিষয়গুলো জানার পর যে সিদ্ধান্ত নেয়, পিএসসি তা বাস্তবায়ন করবে।’ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আইনের মধ্যে থেকেই পিএসসি কাজ করেছে, সেটি অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুন

এদিকে কয়েক দিন ধরে পিএসসির অধীনে নেওয়া জুনিয়র ইনস্ট্রাক্টর ফল প্রকাশ, নন–ক্যাডারের নিয়োগের পদ্ধতি বদলসহ নানা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। তাঁরা পিএসসির সামনে অবস্থান কর্মসূচিও পালন করে আসছেন।

আরও পড়ুন
আরও পড়ুন