পল্লী বিদ্যুৎ সমিতির ফল প্রকাশ, উত্তীর্ণ ২৪৬৩
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতির ‘সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস)’ পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৬৩ জন। এসব প্রার্থীর লিখিত পরীক্ষা ২৫ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রাজধানী উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা নেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীদের বরাবর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে অবশ্যই সঙ্গে আনতে হবে।
লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।