সরকারি চাকরিতে আবেদন ফি কমছে, শিগগির আদেশ

ছবি এআই দিয়ে তৈরি করা

সরকারি চাকরিতে আবেদন ফি নিয়ে চাকরিপ্রত্যাশীরা নানা সময়ে নিজেদের কষ্ট ও ক্ষোভের কথা জানিয়েছেন। এবার সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগের কথা জানানো হলো। আবেদন ফি কমানোর কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে সরকার আদেশ জারি করবে বলেও জানান তিনি।

গতকাল রোববার (১৭ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে যুব উপদেষ্টা লেখেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’

আরও পড়ুন

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও ফেসবুক পোস্টে সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর বিষয়ে লিখেছিলেন। তিনি বলেছিলেন, ‘আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে।’

আরও পড়ুন